খলিল আহমদ
হে মোর বঙ্গবাসী-
এই তো মোর আকাঙ্ক্ষিত বঙ্গদেশ!
কত না প্রাণের জীবন্ত ইতিহাস-
কত না আত্মদান, ত্যাগ তিতিক্ষার ফসল
রক্তের প্লাবনে ভরে গিয়েছিল বাংলার সবুজ ঘাস।
তাই দৃঢ়ভাবে বলি-
বাংলাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি।
আমরা বঙ্গবাসী
বিজয়ী- বঙ্গ সেনানী,
মোদের পাঞ্জায় ব্যাঘ্রকে হার মানাতে পারি।
মোরা প্রতিটি বঙ্গমাতার সন্তান
এক একটি বীর সিংহ, বীরপুরুষ
মোরা শুনাতে পারি, গঠন করি বিজয় সুর।
মোদের রক্ত ক্ষণিকায় প্রগতির তাল বাজে
তাই মোদের শপথ বঙ্গকে জানি
তাঁকে ভালোবেসে, তাঁর ভাষায় কবিতা লিখি।
এসো এসো হে বঙ্গবাসী-
আমরা সবাই মিলে, হিংসা রোধ করি
আমরা জানি বঙ্গবাসী, বঙ্গকে তাই ভালোবাসি।
(রচনাকাল: ১৯ ফেব্রুয়ারি ১৯৭৯খ্রি., নয়াবন্দর উচ্চবিদ্যালয়, জগন্নাথপুর, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox