খলিল আহমদ
তোমার জন্য হে দেশের মাটি-
বহু বিপ্লব করেছি আমি।
তোমার বুকের সবুজ ঘাসের পুষ্পের হাসি
তোমাকে পাবো বলে আমার চোখও মনে দোলা দিত আসি।
তোমার জন্য হে দেশের মাটি-
দিয়েছি রক্ত হাজার নদী,
তোমার জন্য শপথ ছিল আমার হাতের অস্ত্রগুলি
হে আমার দেশের মাটি।
আমরা হয়েছিলাম গৃহহারা, তোমাকে ছাড়া
সবই তো তোমার জন্য, হে দেশের মাটি।
তোমার জন্য হারিয়েছি আপন সবাই
তবুও বলেছি তোমাকে চাই-
হে আমার দেশের মাটি।
(রচনাকাল: ১৪ ডিসেম্বর ১৯৮০খ্রি., জহিরপুর, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox