খলিল আহমদ
তুমি নিষ্ঠুর-
তোমার মাঝে নাই ভালোবাসার কোনো সুর।
তোমার মাঝে বইছে কেবল- শোষণের প্রথা,
সাধারণ মানুষের তরে তোমার নাই কোনো মানবতা।
কিঞ্চিৎ গড়ে উঠা আলোকে করতে চাও আঁধার
শান্তি হও তুমি সে স্থল ছেড়ে আঁধার জলে কাটলে সাঁতার।
নিষ্ঠুর তোমার মনোভাব বেপরোয়া,
ভয়ানক-আশ্চর্য! অবাক করা।
তাদের জন্য কেন হও না সরল সহজ
তাঁরাই যে, একই খোদার তৈরি মানুষ।
(রচনাকাল: ২৭ জুন ১৯৮০খ্রি., জহিরপুর, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox