খলিল আহমদ
সেই দিন কবে আসবে-
যখন বিশ্বের দরবারে ঘরে ঘরে সবাই
বাংলা ভাষায় কথা বলবে !
সেই দিন কখন আসবে-
যখন সবাই বাংলা ভাষায় কথা বলবে,
বাংলা ভাষার প্রেমিক হবে।
বাংলা ভাষায় ইউরোপী, বিদেশি বন্ধু
'বর্ণমালার বাংলাদেশে' বন্ধুর কাছে পত্র লিখবে।
সেই দিন বোধ হয় বেশি দূরে নয় ,
বাংলার সবুজ কাদা মাটির মানুষ -
মাতৃভাষার বাহাদুরিতে সমগ্র বিশ্ব করিবে জয়।
আমরা আরো যশ ও সুনাম চাই
বিশ্বকে বারবার অবাক করে দিতে চাই !
বাংলার ভক্তরা কখনো পিছনে নয়-
ওরা সেই দিনের প্রতীক্ষায় ,
আন্তর্জাতিক সারিতে আসন চায়।
সেই দিনটি কবে আসবে-
যখন বাংলা ভাষার 'বর্ণমালা' চমক দিবে দুনিয়ায় ,
আমি সেই দিনের জন্য আছি প্রত্যাশায়।
যদি সেই দিনটি ফিরে আসে
আমি না থাকি! তবুও যারা থাকবে ,
যদি একটি বার মোরে মনে রেখো !
এই আত্মা-মনমানসিকতার স্বপ্ন শান্তি পাবে।
(রচনাকাল: ১৫ জানুয়ারি ১৯৮১খ্রি., জহিরপুর, সিলেট)
Commentbox