খলিল আহমদ
কাকডাকা ভোর-
ঝিরিঝিরি বাতাস বহিতেছে কি সুন্দর,
আজকের ভোর- ৮ ফাল্গুনের।
আমরা সবাই
প্রভাতফেরি করছি আর শোকগীতি গাইছি,
সবাই যেন আমরা এই কাকডাকা ভোরে
চলছি কোন সত্যের সন্ধানে
যেখানে জীবনের গান শুনি,
মাটির মানুষের-সুরের ধ্বনি;
অথবা কোনো সত্যের পথ অনুসন্ধানে।
আমরা শয্যা ত্যাগ করে এসেছি ফুল হাতে,
একই কাকডাকা ভোরে-
প্রভাতফেরির শেষান্তে শহীদ মিনারে
ফুল উপহার দিয়ে প্রাণ নিংড়ানো
ভালোবাসার প্রতীক দিব বলে!
কাকডাকা ভোর আসবে আমরা শহীদ দিবস পালন করব,
হৃদয়ে জমা থাকা- ব্যথার ভালোবাসা জানাব!
যাঁরা মুখ নিঃসৃত 'বাংলা ভাষার জন্য প্রাণ-দিলো'
এমন একটি দিনের জন্য আমি প্রত্যেহ-
কাকডাকা ভোরে জাগব।
যার জন্য আমরা সব দিতে পারি
সেই তো মোর- মুখের বাহন,
যে ভাষায় কথা বলি প্রতিনিয়ত।
(রচনাকাল: ২১ ফেব্রুয়ারি ১৯৭৮খ্রি., জহিরপুর, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox