খলিল আহমদ
আমি এখনো তোমার পদধ্বনি শুনতে পাই
যখন নিস্তব্ধ রজনিতে দৈবাৎ কোনো কিছুর শব্দ শুনি ,
তখন মনে মনে ভাবি তুমি ডাকবে এসে আমাকে
আবেগ ভরা কথার ফুলঝুরি দিয়ে বলবে কি করছ ?
কিন্তু, যখন বাস্তবে নাই, অচেতন হয়ে কাঁদি !
দৈবাৎ যদি দরজার কড়া নাড়ে বাতাসে
আমি তোমাকে-কল্পনাতে অভ্যর্থনা জানাই
কিন্তু পরে টের পাই কোনো কিছু নাই।
আমার নিঁদ মহলে কখনো নিঁদ হয় না
তোমার পদধ্বনির অপেক্ষায়
বিশ্বাস করে না এ-মন তুমি যে নেই !
শ্যামল সবুজ ঘেরা পৃথিবীতে -
আমি এখনো বুক বেঁধে আছি তোমার আশায় ,
তুমি পদধ্বনির তাল বাজিয়ে কেন জাগাওনা
আমি জাগাইয়াছি কান পদধ্বনির প্রতীক্ষায়।
(রচনাকাল: ২ ফেব্রুয়ারি ১৯৮১খ্রি., জহিরপুর, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox