শিরোনাম :

দুঃখিনী বর্ণমালা

 


খলিল আহমদ 



সাগর দিয়েছি রক্তে ভরে - 

তোমাকে রাখার জন্য।

ছেলে হারিয়েছে পিতা 

মাতা হারিয়েছে ছেলে ,

মেয়ে হারিয়েছে মাতা

পিতা হারিয়েছে ছেলে

প্রেমিকা হারিয়েছে প্রেমিক


শুধু তোমার জন্যে। 

বহু কালের সাক্ষী তুমি,

দুঃখিনী বর্ণমালা, দুঃখে তুমি গড়া

দুঃখে গড়েছি তোমায়

দিয়েছি লাল রক্ত ঢাকার রাস্তায়

এই তো আমরা ধন্য।

অনন্যা তুমি 

তোমার আমি, আমার তুমি

আমাদের তুমি, দুঃখিনী বর্ণমালা।




(রচনাকাল: ১০ ফেব্রুয়ারি ১৯৮৯খ্রি., শেখ মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)



(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents