খলিল আহমদ
কারও ভাগ্যে জুটেনি -
কোনো জাতির হিম্মত হয়নি
হয়নি হিম্মত কোনো দেশে কোনো কালে
মাতৃভাষা রক্ষার্থে প্রাণ দিতে !
বীরদর্পে বলছি শোন বিশ্ববাসী
তোমরা শোন !
আমাদেরই মাতৃভাষা
বাংলা ভাষাকে
জল্লাদের কাছ থেকে ছিনিয়ে রেখেছি ,
ছিনিয়েছি রক্ত দিয়েছি।
মাতৃভাষা, মায়ের মুখে এখনো
এ সংগ্রামে আমরাই প্রথম ,
আমারই প্রথম।
(রচনাকাল: ২০ জানুয়ারি ১৯৮৪খ্রি., সরকারি কলেজ ছাত্রাবাস, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox