খলিল আহমদ
একুশ এলো-
ফাগুনের আম্রকাননে কৃষ্ণচূড়ার ডালে ডালে ,
পূর্বের আকাশে লাল দিগন্তে ,
রক্তিম আভায় রক্ত মেখে
আমার ভাইয়ের রক্তে রঞ্জিত লাল গোলাকার - বৃত্ত।
একুশ এলো মায়ের স্বাধিকার দাবির মিছিল ,
বর্ণমালা'র সংগ্রাম বাংলার অস্তিত্বের ও চেতনার
বিকাশ ঘটাতে আমরা কোথায়?
আমরা কা'রা !
একুশ এলো ১৯৫২ এর ঢাকার পিচঢালা
রাজপথ স্মরণ করে দিতে ,
হায়েনাদের লাল চক্ষু ও গুলি করো ,
কামান চালাও মানুষ মারো ,
পূর্ব বাংলার মানুষ চাই না , মাটি চাই
কথাগুলো স্মরণ করে দিতে।
একুশ এলো বাংলার দামাল ছেলেদের
প্রাণ দিয়ে মাতৃভাষা - বাংলা রক্ষা
করতে কি ঘটেছিল ? তা স্মরণ
করে দিতে
যুগ - যুগান্তরে প্রজন্মের পর প্রজন্মে
বাংলা আমার দেশ , বাংলা
আমার ভাষা বলে দিতে ,
একুশ হলো দুঃখিনী বর্ণমালা'র শত বছরের
অঙ্গীকারের দাবি জানাতে রাষ্ট্রভাষা
বাংলা চাই , সর্বস্তরে চালু কর ,
একুশ এলো প্রাণের বদলেও মা ও মাতৃকার
দেশাত্মবোধের অঙ্গীকার ও শপথ করাতে।
একুশ এলো বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ,
বাংলা নামের ভাষার হত্যাকে কিভাবে
বাঁচানো হলো তা আমাদের উচ্চস্বরে
-- স্মরণ করে দিতে।
একুশ এলো - আমার ভাইয়ের রক্তে রাঙানো
২১শে ফেব্রুয়ারি শতভাগ ন্যায় দাবি
ও স্বাধীনতার চাবিকাঠি সোনার বাংলায় ,
হাজার নদী রক্তের গঙ্গা -
সাগর - মহাসাগর ত্রিশ লাখ দেশপ্রেমিক
মানুষের ত্যাগের কথা বলতে ,
পলাশীর সেই পরাজয় মোচন করে
এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জয়ের
কাহিনি শোনাতে।
(রচনাকাল: ১৭ ফেব্রুয়ারি ২০১৬খ্রি., জহিরপুর, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)
Commentbox