জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বৃহত্তর ছাত্র সংগঠন স্টুডেন্ট ইউনিয়নের আয়োজনে কুশিয়ারা উচ্চবিদ্যালয়ে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে মেধাবৃত্তি পরিক্ষা শেষে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) দুই'টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুশিয়ারা উচ্চবিদ্যালয়ের সভাপতি হাবিজ উদ্দিনের সভাপতিত্বে ও স্টুডেন্ট ইউনিয়নের সমন্বয়ক শাকিল হাসান রনি'র পরিচালনায় বক্তব্য রাখেন, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসা'র মুহতামিম মাওলানা বাহা উদ্দিন, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসা'র শিক্ষক মাওলানা বেলাল আহমদ, আজিজুল হক চৌধুরী মজনু, সাংবাদিক শাহ এস এম ফরিদ প্রমুখ। এসময় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতেশ রায়, বিশিষ্ট মুরব্বি আশরাফ আলী, সমাজ সেবক হাজী ফারুক আহমেদ, শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল দাশ, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুকন উদ্দিন, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিপা রায়, শিক্ষিকা রুবি বেগম সহ অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্টুডেন্ট ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মেধাবৃত্তি পরিক্ষায় ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২১ জন ও ৩টি মাদরাসা'র নূরানী বিভাগের ১৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করেন। মাদরাসা পরিক্ষার্থীদের মধ্যে জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার শিক্ষার্থী আহসান হাবিব প্রথম, জালালপুর ক্বাসিমুল উলুম মাদরাসার শিক্ষার্থী তানবীর আহমদ দ্বিতীয় ও শ্যামারগাঁও দারুলউলিম মাদরাসার শিক্ষার্থী এমরান আহমদ তৃতীয় স্থান অর্জন করেন। স্কুল পর্যায়ে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহনাজ আহমেদ মুন প্রথম, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুপকথা রায় দ্বিতীয় ও গোল্ডেন ভিউ স্কুলের শিক্ষার্থী আরিশা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন। উত্তির্ন মেধাবী শিক্ষার্থীদের নগদ টাকা সনদ প্রদান করা হয়। এছাড়াও মেধাবৃত্তি পরিক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীদের ক্রেষ্ট দেওয়া হয় । ##
Commentbox