শিরোনাম :

রক্ত ঝরাতে চাই না

 


খলিল আহমদ 



আমরা আর রক্ত ঝরাতে চাই না , 

বহু দিয়েছি-আর দিতে চাই না!

বায়ান্নতে দিয়েছি-একাত্তরে দিয়েছি

আর কেন, কিসের জন্য রক্ত ঝরাব?

এসব আর চাই না।


এখন শুধু আমাদের প্রয়োজন - 

শরীরকে সুস্থ সবল দৃঢ় করে তোলা ,

অন্ধ মোহতা ত্যাগ করে, করো কর্মের আয়োজন।

যে রক্ত দিয়েছি তাঁর মূল্য খুঁজতে হবে

নির্বিকার চিত্তে জাগরণের গান ধরতে হবে ,  

জাগো বাংলাদেশ, জাগো বাংলার মানুষ

আমাদের জীবনকে বাঁচাতে হবে 

মুক্ত স্বদেশের অগ্রগতি প্রকল্পে

আমাদের জানতে হবে, শিখতে হবে 

অযথা রক্ত দিলে চলবে না, উন্নতির শিখরে পৌঁছতে হবে , 

উন্নতির ও স্বাধীনতার সাধ নিতে


বলতে হবে, ওদের রক্তের দাম আছে । 

অযথা রক্ত ঝরাতে চাই না-

আমরা এখন প্রস্তুত হতে চাই।




(রচনাকাল: ১৫ ডিসেম্বর ১৯৮১খ্রি., জহিরপুর, সিলেট)




(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents