শিরোনাম :

আমাদের দোয়া

 খলিল আহমদ 



তোমরা যা'রা দিয়েছো প্রাণ 

ফাল্গুনের ৮ তারিখ

করেছ বাংলা ভাষাকে ত্রাণ ,  

দোয়া করছি তোমরা

বেহেশত নসিব হও। 

তোমাদের জন্যই আজ 'বাংলা ও বাংলাদেশ'


লাল সবুজের পতাকা ,

তোমাদের কথা , তোমাদের স্মৃতি ,

সবার কলিজায় রবে গাঁথা ,

তোমরা শহীদ

মিলাদে করছি দোয়া আমরা 

তোমরা বেহেশত নসিব হও ,

এটাই আমাদের দোয়া। 

দোয়া কর- পীর আউলিয়া দরবেশ

দয়া কর - খোদা সর্বশক্তিমান

যেন রাখি তাঁদের কৃতি - অম্লান।



(রচনাকাল: ২৫ মে ১৯৮৯খ্রি., ফিলাডেলফিয়া, আমেরিকা)



(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)


Commentbox

Post a Comment (0)
Previous Post Next Post

Recents