জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
১৯৯৮ সালের ১৫ই এপ্রিল পার্বত্য শান্তি চুক্তির নামে কালো চুক্তি করা ও বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অর্ধদিবস হরতাল পালনকালে জগন্নাথপুর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজের ২৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ৪টায় উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা যু্বদলের আহবায়ক আবুল হাসিম ডালিম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির সদস্য এডভোকেট জিয়াউর রাহীম শাহীন, জেলা বিএনপির সদস্য মুকিদ মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, সদস্য আবু লেইছ মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহ্বায়ক মুতিন মিয়া, যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া, যুগ্ম আহ্বায়ক সামসুল হক, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সদিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, যুগ্ম আহ্বায়ক মুহিত আহমেদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক তারেক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. দিলতাজ মিয়া, মো. আল আমীন, আব্দুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব তুহিন মিয়া প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাদিক নেতা, কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন জামি।
আপনার মতামত লিখুন :