গ্রামের মুরব্বী————————————————– মাওলানা লায়েক আহমদ সোবহানী
admin
প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন /
০

আমার প্রশংসায় ব্যাকুল
স্বয়ং আমি।
প্রকাশ করব আজ
গ্রামের মুরব্বী আমি।
আপনার সিদ্ধান্ত মান্য করে
করব কেন–? জ্বি জ্বি।
গ্রামের সকল অবদানে
ছিলেন মম দাদাজি।
ঝগড়া বিভাদ মীমাংসায় আমি
প্রবীণ শালিশি ব্যক্তিত্ব
তেল মালিশ আর ঘোষ
না দিলে হই বিরক্ত।
এক সাথে চলা-ফিরা
চা-নাস্তা হয় এক টেবিলে,
রুজি-রুটির ধান্ধা করি
সাথী ভাই ঝগড়া বাঁধিলে।
চুগলখোরি আর গোয়েন্দাগিরি
আমার কাজের মূল মন্ত্র
হিংসা বিদ্বেষ লালন করে
বছর জুড়ে করি ষড়যন্ত্র।
যত প্রকার শত্রুতামি
সব বন্ধু সেজে করি
অন্যের ভাল দেখলে
হিংসায় জইল্লা মরি।
দেহের পোশাক আছে ইস্তিরী
ছাতা হাতে চলে নেতাগিরী
মাঝে মধ্যে আমার স্ত্রী
আহার যোগায় ভিক্ষা করি।
গ্রামের রাস্তা সি সি ডালাই
দর্পনের ন্যায় স্পষ্ট
নোংরা পানি আর আবর্জনায়
করেছি তা নষ্ট।
মাদ্রাসা শিক্ষায় ফাউন্ডেশন
কলেজ ভবনে বিশ্ব অর্জন
বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সাথে সেলফি
ফেইসবুক আপলোডে দেখাই ভেল্কী।
কোরআন হাদীসের বর্ণনায়
সুদ-ঘোষ যদিও হারাম
সুদ-ঘোষ, মদ-জুয়া ছাড়া
পাইনা যে, আরাম।
নারী-পুরুষ নবীন-প্রবীণ
সকল আমার ভক্ত
গান বাজনা আর গাজার ধোঁওয়ায়
ভক্তের হৃদয় করি সিক্ত।
মেয়ের জামাই ঘরজামাই
গৃহ শিক্ষক মাওলানা
দূর্নীতি আর অপকর্মের জন্য
দোযখ হবে কেন—? মম ঠিকানা।
আপনার মতামত লিখুন :