জনতার কান্না


admin প্রকাশের সময় : মে ১, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন /
জনতার কান্না
জনতার কান্না
লেখক মাওলানা লায়েক আহমদ সোবহানী
যদি অন্ন বস্ত্রের জন্য জল দেখি নয়নের কোনায়
যদি বন্যার পানিতে ঘর বাড়ি তলিয়ে যায়
তবে স্মার্ট বাংলাদেশের প্রাপ্তিটা কি—?
তুমি সেকথা কখনো ভেবেছ কি—?
তিস্তার পানি চুক্তি করে দাদার মুখে হাসি পায়
বর্ষাকালে হাবুডুবু হেমন্তকালে খড়ায়
যদি বিদ্যুৎ,গ্যাস বিক্রি করে দাদার মন ভরাও
তবে কেন সহস্র মিনিট গ্যাস পাম্পে দাঁড়াও–?
যদি দ্বীনের মার্কায গ্রামে-গঞ্জে গড়া না যায়
যদি ভন্ড বক্তারা গান গেয়ে দ্বীন বুঝায়
তবে সুন্নি সংগঠন করে লাভটা কি—?
ওরে ও ভাই আমজনতার প্রাপ্তিটা কি–?
মন বসে না কাজে দ্রব্যমূল্যের আগুনে
দফায় দফায় বর্ধিত বিদ্যুৎ বিল সরকার গুণে।
যদি জনতার করুন চাহনির মানে হয় স্বাধীনতা
তবে কি নয়? সেই যুগের জমিদারী প্রথা।
শিক্ষার্থীর হাতে আজ বইয়ের বদলে মোবাইল
নৈতিকতা নয়, শিখানো হচ্ছে পশ্চিমাদের স্টাইল
যোগ্যতা-দক্ষতার মূল্য নেই আমার সোনার দেশে
তাইতো দেশের সুনাগরিক স্বদেশ ছেড়ে যায় বিদেশে।
১৩/০৬/২০২৪ ঈসায়ী।