জামাতে সালাত


admin প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন /
জামাতে সালাত
মাওলানা মো: লায়েক আহমদ সোবহানী
খোদার দিদার পাবেরে ভাই
পাচঁ ওয়াক্ত সালাতে
সাতাশগুণ সওয়াব পাবে
রুকু কর! রুকুকারীদের সাথে
সমস্ত রাত ইবাদাত করা
হয় যদি কারো নেশা
জামাতে নামায আদায় কর
ফজর এবং এশা।
নিদ্রাবস্তায় সওয়াব পাবে
রাসূল (সঃ)এর বয়ান
আবুদাউদ শরীফ খুঁজলে
পাওয়া যায় তার প্রমাণ।
ইয়াহুদ-নাসারা রুখতে
পাবে হিম্মত দিবে হুংকার
তাক্ববীরে উলায় হও শামিল
বল আল্লাহুআকবার।
দ্বীন-দুনিয়ার মালিক ওগো
প্রভু দয়াময়!
ফজর থেকে এশার সালাত আদায়ে
চাই তোমার আশ্রয়।
১৯/০৫/২০২১