জগন্নাথপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় ০২ জনসহ ০৩ গ্রেফতার


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন /
জগন্নাথপুরে পুলিশের অভিযানে মাদক মামলায় ০২ জনসহ ০৩ গ্রেফতার

প্রেস রিলিজ::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এজাহারনামীয় ০২ জন আসামী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১জন আসামী সহ ০৩ জন আসামী গ্রেফতার করেছে খানা পুলিশ।

বুধবার (১৪ মে ২০২৫) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা, দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হামিদুর রহমান নেতৃত্বে জগন্নাথপুর থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকলীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জগন্নাথপুর থানাধীন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব ভবানীপুর মোঃ ইমরান হক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বের ঢালাই রাস্তার উপর কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত সেখান থেকে শহিদুল ইসলাম রাজন (২৩), পিতা: মোঃ শামসুল হক, ২. মোঃ ইমরান হক (৩২), পিতা: হাজী ফিরোজুল হক, উভয় সাং-পূর্ব ভবানীপুর, ৮নং ওয়ার্ড, জগন্নাথপুর পেীরসভা, থানা- জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ।

গ্রেফতার হওয়ার সময় তাদের হাত থেকে ২০ (বিশ) পিস ে ইয়াবা ট্যাবলেট জব্দ করেন এবং বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীসহ থানায় উপস্থিত হইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে জগন্নাথপুর থানার মামলা নং-১১, তারিখ- ১৫ মে, ২০২৫, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়।

এছাড়াও জিআর- ১৮৩/১৭ (জগন্নাথপুর) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জৈন উদ্দিন, পিতা- হাজী তেরাব আলী, সাং- ছিলিমপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা, গ্র্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।