বিশেষ প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক সদস্য জুবায়েদ হোসেনের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়, জগন্নাথপুর সরকারি কলেজের ছাত্রদলের বিক্ষোভ মিছিল করে।
সোমবার (২০ সেপ্টেম্বর ২৫) সকালে জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক সদস্য জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
শনিবার সন্ধ্যার পর রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনের একটি বাসায় তিনি টিউশনি করতেন। থাকতেন ফরাশগঞ্জের একটি মেসে। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ইকবাল হোসাইন
আপনার মতামত লিখুন :